তিনদিন বিরতিহীন কাজের পর বিকল্প রিং বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন
৪ এপ্রিল ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ২২:৪২
সাতক্ষীরা: টানা তিনদিন বিরতিহীন কাজ করার পর অবশেষে সাতক্ষীরার আশাশুনির বিছট গ্রামের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ভাঙন পয়েন্টে আধুনিক জিও টিউব দিয়ে বিকল্প রিং বাঁধ নির্মাণ কাজ শেষ হয়েছে। ফলে জোয়ারে খোলপেটুয়া নদীর লোনা পানি আর লোকালয়ে ঢুকতে পারেনি। এত করে স্বস্তির নিশ্বাস ফেলেছে প্লাবিত এলাকার মানুষ।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বেড়িবাঁধের ভাঙন পয়েন্টে আধুনিক জিও টিউব দিয়ে বিকল্প রিংবাঁধ নির্মাণ কাজ শেষ হয়।
উল্লেখ্য বিছট গ্রামের বেড়িবাঁধ ভাঙনের ৪৮ ঘন্টা পর গত বুধবার (২ এপ্রিল) সকালে ভাঙন পয়েন্টে আধুনিক জিও টিউব দিয়ে একটি বিকল্প রিংবাঁধ নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে এই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলে।
ভাঙন পয়েন্ট থেকে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আলমগীর কবির জানান, শুক্রবার জুম্মার নামাজের আগে বেলা সাড়ে ১২টার দিকে ভাঙন পয়েন্টের ৩৬২ মিটার এলাকা জুড়ে আধুনিক জিও টিউব দিয়ে বিকল্প রিংবাঁধটির নির্মাণ কাজ শেষে হয়েছে। ফলে দুপুরে জোয়ারের পানি প্লাবিত এলাকায় ঢুকতে পারেনি। জিও টিউবের তিনটি লেয়ারের কাজের মধ্যে দু’টি লেয়ারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। শীঘ্রই তৃতীয় লেয়ারের কাজ শুরু হবে। এরপর শুরু হবে মাটির কাজ। বাংলাদেশ সেনা বাহিনী, নৌবাহিনী, কোষ্টগার্ড ও স্থানীয় জনগণ বিকল্প বাঁধ নির্মাণে আমাদের ব্যাপক সহযোগিতা করেছে। সবার সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে দ্রুত সময়ের মধ্যে ভাঙন পয়েন্টে জিও টিউব দিয়ে পানি আটকানো সম্ভব হয়েছে। বিকল্প রিংবাঁধের কাজের বিষয়টি স্থানীয় প্রশাসনের সাথে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি তদারকি করেছেন।
সারাবাংলা/আরএস