কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দিলো জাপা ও আ’লীগ প্রার্থী
২৪ জুন ২০১৮ ২০:৫১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুড়িগ্রাম: আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থী শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৪ জুন) বিকেলে উলিপুর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকীব তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমএ মতিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। ২৬ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ৩ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলাম মুকুল গত ১০ মে মারা গেলে এই আসনটি শূন্য হয়।
আসনের মধ্যে রয়েছে উলিপুরের ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪টি ইউনিয়ন। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৮১১ জন।
সহকারী রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকীব জানান, এদিন (রোববার) বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার ও আওয়ামী লীগ প্রার্থী এমএ মতিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সারাবাংলা/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook