সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৫
সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরের মোকামবাড়ী এলাকা থেকে ৯টি ভারতীয় গরু জব্দ করে। এসব গরুর আনুমানিক মূল্য ৬ লাখ ৫৫ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/এসআর
দোয়ারাবাজার উপজেলা ভারতীয় গরু জব্দ সীমান্ত এলাকায় অভিযান সুনামগঞ্জ