কয়েলের আগুনে গরু-ছাগলসহ সব পুড়ে নিঃস্ব ৪ দিনমজুর পরিবার
৪ এপ্রিল ২০২৫ ১৯:০৩
কুড়িগ্রাম: কুড়িগ্রামের চর রাজীবপুরে কয়েলের আগুনে বসতঘর, গরু-ছাগলসহ সব পুড়ে নিঃস্ব হয়েছে চার দিনমজুর পরিবার। এতে অন্তত ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কোদালকাটি ইউনিয়নের সংকর মাধবপুর বিলপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দিনমজুররা হলেন- মিজানুর, কাবেল, রশিদ ও ফজল হক। অগ্নিকাণ্ডে তাদের ৯টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা, খড়ের গাদা, ৫টি গরু ও ২০টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোয়ালঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পরেন দিনমজুর মিজানুরের পরিবার। রাত এগারোটার দিকে আগুনের তাপে ঘুম ভাঙ্গে তাদের। এ সময় চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
আগুনে মিজানুরের ২টি ঘর, নগদ ৬০ হাজার টাকা পুড়ে যায় এবং ১টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। কাবেলের ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। মারা যায় ২টি গরু ও ১০টি ছাগল। এসময় ফজল হকের ২টি ঘর ও রশিদের ২টি ঘর ও ১০টি ছাগল পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্তরা জানিছেন, অগ্নিকাণ্ডে তাদের ঘর, গরু-ছাগল, নগদ টাকা ও অসবাবপত্রসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে তারা এখন নিঃস্ব।
স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনারা বেগম বলেন, ঘটনাস্থল ঘুরে দেখে বিষয়টি চেয়ারম্যানকে অবগত করেছি। পরিবারগুলো সবাই দিনমজুরের কাজ করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন।
রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহী বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।
সারাবাংলা/এসআর