Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৩ দিন পর মেঘনা নদীতে মিলল তরুণের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ১৯:০৩

মেঘনা নদীর ভাটি বলাকী এলাকায় লাশটি ভেসে ওঠে।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক তরুণের লাশ তিনদিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে মেঘনা নদীর ভাটি বলাকী এলাকায় লাশটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। এর আগে বুধবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে পানিতে নেমে নিখোঁজ হন তিনি।

বিজ্ঞাপন

নিহত তরুণের নাম ফারুক হোসেন (২০)। তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

নিহত তরুণের বন্ধু জহিরুল ইসলাম বলেন, ‘গত বুধবার (২ এপ্রিল) আমরা ২২ জন মেঘনা সেতুর নিচে বেড়াতে আসি। দুপুর আড়াইটার দিকে আমার এখানে এসে উপস্থিত হই। বিকেল সাড়ে ৪টার দিকে ফারুক, আমিসহ ছয়জন গোসল করার জন্য মেঘনা নদীতে নামি। আমরা পাঁচজন গোসল করে ওপরে উঠে যাওয়ার সময় ফারুক আরও কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে। পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণেও ওপরে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে না পাওয়া গেলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ মাহবুবুর আলম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়। আমরা লাশটি উদ্ধার করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমপি

নিখোঁজ মরদেহ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর