Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ২

লোকাল করসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ২০:১৬

গ্রেফতারকৃত দুইজন

বেনাপোল: যশোরের শার্শায় জামাল হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে শার্শা থানায় এক প্রেস বিফ্রিং করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। এর আগে রোববার (৩০ মার্চ) রাতে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রাম থেকে জামাল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন জাহিদ হাসান ও আমানত উল্লাহ। হত্যাকণ্ডের সঙ্গে জড়িত জাহিদ হাসানকে আটকের পর তার স্বীকারোক্তিতে মূল পরিকল্পনাকারী আমানত উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। সে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য বহন করে বিভিন্ন মাদক কারবারির নিকট পৌঁছে দেওয়ার কাজ করত জামাল। ঘটনার দিন জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে গেলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জামাল হোসেনের বাবা আয়ুব হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

বেনাপোল যশোরের শার্শায়

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর