Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে পলিথিনে স্কচটেপ প্যাঁচানো খণ্ডিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ২২:১১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ০৩:৪৪

কার্টনের ভেতর পলিথিন ও স্কচটেপে প্যাঁচানো খণ্ডিত মরদেহ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে কাগজের কার্টনের ভেতর থেকে পলিথিন ও স্কচটেপে প্যাঁচানো অবস্থায় খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর আলামত গোপন করতে দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার মেদেনীমন্ডল খানবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে পলিথিনে স্কচটেপ প্যাচানো বস্তু দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

বিজ্ঞাপন

পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার টিম ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। তবে আলামত যেনো নষ্ট না হয় সে কারণে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম এসে পলিথিন খুলে মানবদেহের অংশগুলো পর্যবেক্ষণ করবে বলে জানান মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং সার্কেল) আনিসুর রহমান।

তিনি আরও জানান, ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এই ধরনের মানবদেহের খন্ডিত অংশ পাওয়ার খবর পেয়েছি আমরা। সেখানে কাজ করছে সিআইডি ও পিবিআই। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ টিম মুন্সিগঞ্জ এসে কাজ শুরু করবে।

সারাবাংলা/এসআর

খণ্ডিত মরদেহ মানবদেহের খন্ডিত অংশ মুন্সীগঞ্জ লৌহজং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর