Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে প্রবাসী সংগঠনের আয়োজনে ‘ঈদ উৎসব ও ঈদ সেলামি’ উৎযাপন

ফ্রান্স থেকে নজমুল হক
৫ এপ্রিল ২০২৫ ০৮:৪৬

‘ঈদ উৎসব ও ঈদ সেলামি’ অনুষ্ঠানে শিশুদের উপহার দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

প্রতি বছর ঘুরে ঘুরে চলে আসে আমাদের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। এই আনন্দ পরিলক্ষিত হয় সবার ভেতরে কিন্তু প্রবাসীরা যারা দেশের বাহিরে থাকে তাদের কাছে ঈদের জামাত শেষ হতেই বাকিটা দিন পানসে হয়ে যায়, তাই প্রবাসিদের বিভিন্ন সংগঠন করে থাকে ঈদ উৎসব।

এরই ধারাবাহিকতায় ফ্রান্সের প্যারিসে প্রাণকেন্দ্রে লুভর মিউজিয়াম সংলগ্ন পার্কে ইপিএস কমিটির উদ্যোগে যৌথ ভাবে আয়োজন করা হয় ‘ঈদ উৎসব ও বাচ্চাদের ঈদ সেলামি ২০২৫’। ঈদ সেলামিতে উপস্থিত শিশু-কিশোররা হামদ-নাত, কোরআন তেলোয়াত ও কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করেন। প্রায় ১৫০ এর অধিক শিশুর উপস্থিতির মধ্যে ৮৬ জন শিশুকে উপহার দেওয়া হয়েছে, প্রত্যাশার চেয়ে বেশি শিশু উপস্থিত হওয়াতে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় অভিভাবকদের এবং ভবিষ্যতে সকলকে নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করার আহবান করেন।

বিজ্ঞাপন

ইপিএস কমিউনিটির সাধারণ সম্পাদক চৌধুরী মারূফ অমিতের সন্চালনায় অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো বিনামূল্যে পারিবারিক র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।

যৌথভাবে আয়োজিত সংগঠনগুলো হলো- ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স, বুড়িচং অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স (বাফ), বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স, রূগ্রুপমো ফ্যামিলিয়াল কমিউনিটি ইন ফ্রান্স ও নড়াইল জেলা এসোসিয়েশন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীয়মান তরুণ উদ্যোক্তা, ইউনিয়ন মার্ট এর সমন্বয়ক, এলান খান চৌধুরী, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মোতালেব খান, সাধারণ সম্পাদক-মনিরুল ইসলাম, প্রধান উপদেষ্টা-কাজী উচ্ছাস ইপিএস কমিউনিটি সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, বুড়িচং অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স (বাফ) সভাপতি আল-আমিন খান, সাধারণ সম্পাদক শরিফ আহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক বদিউল আলম স্বপন, রূগ্রুপমো ফ্যামিলিয়ার কমিউনিটি ইন ফ্রান্স এর প্রেসিডেন্ট কাউছার আহমেদ, লড়াইল জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মুনির হোসেনসহ অনেকে।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানের র‍্যাফেল ড্র-র উপহার প্রদান করেন বিডি ফার্নিচারের পরিচালক মিয়া মাসুদ, শিশুদের ঈদ সেলামির উপহার প্রদান করেন নাবিলা এন্টারপ্রাইজের পরিচালক সুমন আহমেদ, সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন। সকল পারফিউম প্রদান করেন স্মার্ট কালেকশনের মো. রাসেল।

সারাবাংলা/এনজে

ঈদ প্রবাসী সংগঠন ফ্রান্স

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর