পিএসএলের কারণে বদলে গেল লাহোরের স্কুলের সময়সূচি!
৫ এপ্রিল ২০২৫ ০৯:০৭
পিএসএল মাঠে গড়াতে বাকি আর মাত্র এক সপ্তাহ। ৬ দলের জমজমাট এক টুর্নামেন্টের ফাইনালসহ বেশিরভাগ ম্যাচ হবে লাহোরে। আর এতেই অদ্ভুত এক সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। পিএসএল চলার সময় বদলে যাবে লাহোরের স্কুলের সময়সূচি!
লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও করাচিতে হবে পিএসএলের ম্যাচগুলো। ২৪ এপ্রিল থেকে ১৮ মে এর মধ্যে লাহোরে আছে পিএসএলের ম্যাচ। ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই হবে এবারের ফাইনাল।
পিএসএলকে সামনে রেখে পাঞ্জাব সরকার লাহোরের স্কুলের নতুন সূচি ঘোষণা করেছে। ম্যাচের দিন স্কুল চলবে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
মূলত লাহোরের যানজট কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। স্কুল ছুটি হয়ে গেলে রাস্তায় ভিড় কিছুটা কমবে বলেই আশা করা হচ্ছে। এছাড়া টিম বাস হোটেল থেকে ভেন্যুতে যাওয়ার সময় বন্ধ থাকে কিছু রাস্তা। স্কুল ওই সময়ে ছুটি হলে যানজট বাড়ার সম্ভাবনা রয়েছে। স্কুলের শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ম্যাচ দেখতে পারে, সূচি পরিবর্তনের এটাও আরেকটা কারণ।
১১ এপ্রিল ইসলামাবাদে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের পিএসএলের। ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল। ৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৪টি।
সারাবাংলা/এফএম