Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ উইকেট নিয়ে আইপিএলে পান্ডিয়ার নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ০৯:৪১

প্রথমবার ৫ উইকেট পেলেন পান্ডিয়া

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে আকাশদিপকে ফিরিয়ে উল্লাসে মাতলেন তিনি। আকাশদিপকে ফিরিয়েই ইনিংসে ৫ উইকেট নেওয়ার স্বাদ পেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর এতেই আইপিএলে হলো নতুন ইতিহাস। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার বল হাতে ফাইফার পেলেন কোনো দলের অধিনায়ক।

আইপিএলের ১৭টি আসর পেরিয়ে গেলেও এবারের আগ পর্যন্ত ম্যাচে ৫ উইকেট পাননি কোনো দলের অধিনায়ক। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার রেকর্ড ছিল ৪ জনের। শেন ওয়ার্ন, অনিল কুম্বলে, জেপি ডুমিনি ও যুবরাজ সিং ৪টি করে উইকেট নিয়ে ছিলেন সবার উপরে। এর মধ্যে কুম্বলে দুইবার পেয়েছেন ৪ উইকেটের দেখা।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের ১৮তম আসরে এসে প্রথমবার কোনো অধিনায়ক পেলেন ফাইফার। লক্ষ্ণৌর বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা পান্ডিয়া ৪ ওভারে ৩৬ রানে নেন ৫ উইকেট। আইপিএলের ইতিহাসে অধিনায়কের ৫ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।

টি-২০ ক্যারিয়ারে এটাই পান্ডিয়ার প্রথম ফাইফার। এর আগে তার সেরা বোলিং ফিগার ছিল ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নেওয়া ১৬ রনে ৪ উইকেট।

৫ উইকেট নেওয়ার ম্যাচে আরেকটি রেকর্ডও ছুঁয়েছেন পান্ডিয়া। আইপিএলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় কুম্বলেকে ছুঁয়ে ফেললেন তিনি। দুজনের উইকেটসংখ্যাই এখন ৩০। ৫৭ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন শেন ওয়ার্ন।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ মুম্বাই ইন্ডিয়ানস রেকর্ড হার্দিক পান্ডিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর