Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাংনীতে গাড়ি উলটে মৎস্যচাষী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ০৯:৫৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১০:০২

মরদেহ। প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত আলগামন উলটে গিয়ে জুয়েল রানা (৩৬) নামের এক মৎস্যচাষী নিহত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সোহেল রানা মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মিরাজ উদ্দীনের ছেলে।

ছাতিয়ান গ্রামের বাসিন্দা ও গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জানান, সোহেল রানা আলগামন চালকের পাশে বসে মাছ বিক্রির জন্য গাংনীতে আসার পথে চোখতোলা নামক স্থানে চাকা ভেঙ্গে গাড়ি উলটে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুপ্রভা রানী। গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে

নিহত মৎস্যচাষী