পাবনা: পাবনার ঈশ্বরদীতে ঈদের দিন বন্ধুর সাথে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয় ২ এসএসসি পরীক্ষার্থী। চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মারা গেছেন তারা।
শুক্রবার (৫ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. নয়ন (১৭) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মো. হৃদয় (১৭) নামের দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, গাইবান্ধার কামাল হোসেনের ছেলে নয়ন এবং ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে হৃদয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন (৩১ মার্চ) মোটরসাইকেল যোগে দুই বন্ধু বেড়াতে গিয়ে পাবনার আটঘরিয়া থানার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান-সরাবারিয়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে তারা দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পরবর্তীতে নয়ন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং হৃদয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।