পাপুয়া নিউগিনিতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
৫ এপ্রিল ২০২৫ ১২:২৬ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৩:৪৭
পাপুয়া নিউ গিনির উপকূলবর্তী অঞ্চলে শনিবার (৫ এপ্রিল) শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় দেশটির উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র।
ইউরোপীয়-মেডিটেরেনিয়ান ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি নিউ ব্রিটেন অঞ্চলে ভূ-পৃষ্ঠের ৪৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল কিম্বে শহর থেকে প্রায় ১৯৪ কিলোমিটার পূর্বে।
ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে পাপুয়া নিউ গিনির উপকূলে তিন মিটার উচ্চতার সুনামি ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি কাছাকাছি সলোমন দ্বীপপুঞ্জের জন্যও ০ দশমিক ৩ মিটার উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে দেশটির পূর্ব সেপিক প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে তিনজন নিহত এবং প্রায় হাজারের মতো ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যেখানে পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ঘটে থাকে।
সারাবাংলা/এনজে