জুনের আগেই নতুন কোচ পাচ্ছে ব্রাজিল
৫ এপ্রিল ২০২৫ ১২:৪৬
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা কাছে ৪-১ গোলে হারের পরপরই চাকরি হারিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিলের নতুন কোচ কে হচ্ছেন, সেটা নিয়েই চলছে জল্পনা কল্পনা। এসবের মধ্যেই ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগেজ জানিয়েছেন, আগামী জুনের আগেই নতুন কোচ নিয়োগ দেবেন তারা।
সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের কারণে নড়বড়ে হয়ে ছিল দরিভালের চাকরি। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দুর্দশা আরও বেড়েছে আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হেরে। সেই ম্যাচে হারের পরেই বরখাস্ত হয়েছে দরিভাল। দরিভালের বিদায়ের পর থেকেই নতুন কোচের সন্ধানে নেমেছে ব্রাজিল।
দরিভালের বিদায়ের পর নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির নাম। এই তালিকায় আছেন আল হিলাল কোচ হোর্হে জেসুসও। তবে আনচেলত্তিকে আগামী জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার আগে পাওয়া কোনোভাবেই সম্ভব নয় ব্রাজিলের পক্ষে।
গতকাল রদ্রিগেজ বৈঠকে বসেছিলেন ফেডারেশনের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়তানো ও টেকনিকাল সমন্বয়ক হুয়ানের সঙ্গে। বৈঠক শেষে রদ্রিগেজ জানান, ‘জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়েই আমরা আলোচনা করেছিল। জুনের বিশ্বকাপ বাছাইপর্বের আগেই নতুন কোচ নিয়োগ দেব।’
তবে জুনের আগে স্থায়ী কোচ না অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেবে ব্রাজিল, সেটা এখনো পরিষ্কার নয়। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছেন, ব্রাজিলের সম্ভাব্য কোচ হওয়ার তালিকায় আছে চারজন। তারা হলেন আনচেলত্তি, জেসুস, আবেল ফেরেইরা ও হোসে মরিনহো। ধারণা করা হচ্ছে, আনচেলত্তি ও জেসুসকে না পেলে মরিনহোই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ।
সারাবাংলা/এফএম