Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকাডুবিতে নিখোঁজ স্বামী-স্ত্রী, ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১২:৩২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৮

নিহত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার।

পাবনা: পাবনায় স্বামী স্ত্রী ঘুরতে যেয়ে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও স্থানীয় জেলে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সুজানগর উপজেলা সাতবাড়ি ইউনিয়নের কাঞ্চন পার্ক নামক স্থানে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতবাড়িয়া নামস্থানে পদ্মা নদীর মাঝ থেকে ওই দম্পত্তির মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌ পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তিন মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় তাদের। শুক্রবার তারা সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে নৌকায় ঘোরার সময় নৌকাটি নদীর মাঝখানে ডুবে যায়। নৌকার অন্যান্য ব্যক্তিরা সাঁতার কেটে বেঁচে গেলেও তীরে এসে তারা দুই জন নিখোঁজ হন। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তাদেরকে পাওয়া যায়নি।

নিহত হৃদয় হোসেন (২৬) সদর উপজেলা চত্রাপুর ইউনিয়নের কোল চুরি গ্রামের দুলাল প্রামানিকের ছেলে এবং তার স্ত্রী মৌ খাতুন (২২) আতাইকুলা থানার বনগ্রামের মনিরুজ্জামান মানিকের মেয়ে।

পাবনা নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরে নৌ পুলিশ জেলেদের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

নৌকাডুবি স্বামী-স্ত্রী নিহত

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর