Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা এড়াতে টিকটক বিক্রির সময়সীমা বাড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ১২:৫৬ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৮

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বিক্রির সময়সীমা আবারও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা মালিকানার প্রতিষ্ঠান থেকে অ্যাপটির মালিকানা স্থানান্তর না হলে যুক্তরাষ্ট্রে তা নিষিদ্ধ করা হবে এমন নির্দেশনার সময়সীমা ৭৫ দিন বাড়িয়ে শুক্রবার (৪ এপ্রিল) এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেন ট্রাম্প।

গত বছর মার্কিন কংগ্রেসে পাস হওয়া আইনের ভিত্তিতে জানুয়ারিতে নির্ধারিত সময়সীমা আগেই একবার বাড়ানো হয়েছিল। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন টিকটক বাঁচাতে একটি চুক্তি নিয়ে কঠোর পরিশ্রম করছে এবং আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।’

বিজ্ঞাপন

তবে তিনি আরও বলেন, ‘এই চুক্তির জন্য এখনও কিছু প্রয়োজনীয় অনুমোদন বাকি, তাই আরও কাজ বাকি আছে।আমরা টিকটক ও চীনের সঙ্গে মিলে এই চুক্তি সম্পন্ন করতে চাই।’

২০২৪ সালে পাস হওয়া দ্বিদলীয় আইনে বলা হয়, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটডান্সের মালিকানাধীন টিকটককে বিক্রি করতে হবে, অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। জাতীয় নিরাপত্তা ও তথ্য সুরক্ষার উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও আইনটির বৈধতা বহাল রাখে।

তবে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই ট্রাম্প এক নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করেন। এতে বলা হয়, ‘এই বিলম্ব প্রশাসনকে একটি সুশৃঙ্খল পদ্ধতিতে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আকস্মিকভাবে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম বন্ধ হওয়া এড়াতে সাহায্য করবে।’

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই একাধিক মার্কিন কোম্পানির কাছ থেকে টিকটক কেনার প্রস্তাব পেয়েছে। তবে বাইটডান্স প্রকাশ্যে জানিয়েছে, তারা অ্যাপটি বিক্রি করতে চায় না।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এমন একটি পরিকল্পনার দিকে ঝুঁকছে, যেখানে বাইটডান্সের সবচেয়ে বড় অ-চীনা বিনিয়োগকারীরা টিকটকের মার্কিন কার্যক্রম অধিগ্রহণ করবে। এতে টিকটকের জন্য একটি নতুন মার্কিন সত্তা গঠন এবং মার্কিন আইনে অনুমোদিত মাত্রায় (২০ শতাংশের নিচে) চীনা মালিকানা কমিয়ে আনা হবে।

টিকটক বলেছে, তাদের প্রধান অগ্রাধিকার ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা। সিঙ্গাপুর ও লস অ্যাঞ্জেলেসে প্রতিষ্ঠানটির সদর দফতর রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কখনোই বিদেশে কার্যরত প্রতিষ্ঠানগুলোকে তথ্য সংগ্রহ বা সরবরাহে নির্দেশ দেয়নি এবং দেবে না।

ট্রাম্পের ঘোষণার পর বাইটডান্স জানিয়েছে, তারা মার্কিন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে এখনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সমাধান বাকি আছে এবং চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি।

সারাবাংলা/এনজে

টিকটক ট্রাম্প নিষেধাজ্ঞা বিক্রি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর