Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি, ছিলেন ২ হাজারের বেশি শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৩:০৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৩:৩৫

প্লাটিনাম জয়ন্তী উৎসবে দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্বোধন। ছবি: সারাবাংলা

বান্দরবান: প্রথমবারের মতো বান্দরবান জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্রথম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় দুই হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ওড়ানো ও শোভাযাত্রার মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উৎসবে দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পরে জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যমে শুরু হয় রজত জয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন

এদিকে, প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু-বান্ধবদের সঙ্গে একত্রিত হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত আগত শিক্ষার্থীরা।

সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘বিদ্যালয় ত্যাগের পর থেকে আমাদের অনেক বন্ধু-বান্ধবদের সঙ্গে দীর্ঘ বছর ধরে দেখা হয়নি। এছাড়া অনেক বন্ধু-বান্ধব মারাও গেছেন। অনেকে আবার চাকরির সুবাদে দেশের বাইরে রয়েছেন। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে আজ আমরা দেশ-বিদেশে থাকা সকল বন্ধু-বান্ধব একত্রিত হতে পরে অনেক খুশি। এটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা এ থেকে অনেক কিছু শিখতে পারবে বলে মন্তব্য করে প্রাক্তন শিক্ষার্থীরা।

প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন বলেন, ‘প্লাটিনাম জয়ন্তী উৎসবে দূরদূরান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এসেছে। এখানে প্রথম ব্যাচ ৭৫ সালের বেশ কয়েকজন শিক্ষার্থীরাও উপস্থিত হয়েছেন। দীর্ঘ দু’মাসের চেষ্টায় আয়োজিত প্লাটিনাম জয়ন্তী উৎসবটি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত করেছি।’

বিজ্ঞাপন

এদি‌কে, প্লা‌টিনাম জয়ন্তী‌তে অ‌তি‌থি হি‌সে‌বে যোগ দি‌তে ‌পে‌রে খু‌শি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তি‌নি ব‌লেন, ‘এটি পার্বত‌্য এলাকায় স্মরণীয় হ‌য়ে থাক‌বে। এমন মিলন‌মেলা বান্দরবা‌নে প্রথম। আশা কর‌ছি এ থে‌কে আগামী প্রজম্মের শিক্ষার্থীরাও অনেক কিছু শিখ‌তে পার‌বে।’

পুরোনো বন্ধু-বান্ধবদের সঙ্গে একত্রিত হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত আগত শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাওছার, জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্লাটিনাম জয়ন্তীর আয়োজকরা জানায়, বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৭৫ বছর পূর্তিতে ৭৫ বছরের প্রাক্তন শিক্ষার্থীসহ নতুন ও পুরাতন মিলিয়ে দুই হাজারের অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রিয় প্রতিষ্ঠানের ভালবাসার টানে মিলনমেলায় যোগ দিতে দেশ বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন প্লাটিনাম জয়ন্তীতে।

এদিকে দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল থিম সাং, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও গুনিজনদের সম্মাননা স্মারক প্রদান। এছাড়াও প্রাত্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গিফট হ্যাম্পার প্রদানসহ নানা আয়োজন।

সারাবাংলা/এসডব্লিউ

৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী উৎসব বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়