বিজ্ঞান মেলা যেন রোবটের মেলা
২৪ জুন ২০১৮ ২১:৩৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তির হরেক রকমের উদ্ভাবনি নিদর্শন নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। তবে এবারের এই আসরে সবার নজর কেড়ে নিচ্ছে ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের তৈরি মজার মজার সব রোবট।
রোববার (২৪ জুন) রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কিশোর ও তরুণ উদ্ভাবকদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে শুরু হয়েছে এই মেলা। এবারের এই আয়োজনের স্লোগান ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’।
জুনিয়র ও সিনিয়র— এই দুই বিভাগে সারাদেশের কয়েকশ তরুণ উদ্ভাবক জমায়েত হয়েছেন এই মেলায়। এর মূল আয়োজন বসেছে জাদুঘরের দ্বিতীয় তলার মিলনায়তন লাইব্রেরি ও তৃতীয় তলার ছাদে। ডিমের প্রিজারভেটিভ নির্ণয় পরীক্ষা থেকে শুরু করে আধুনিক নৌযানের নকশার উপস্থিতি রয়েছে এই মেলায়, বাদ যায়নি এয়ার কুলার বা অস্ত্রশস্ত্রও। তবে মেলায় সবার নজর করে নিয়েছে বিভিন্ন ধরনের রোবট।
জুনিয়র বিভাগে আসা একটি রোবটের নাম রাসেল। তবে এটা কোথাও লেখা নেই, এমনকি উদ্ভাবকরাও বলবে না রোবটের বাম কী। তবে রোবটকে যদি জিজ্ঞাসা করা হয়, ‘what is your name?’, রোবটটি যান্ত্রিক কণ্ঠে জবাব দেবে, ‘My name is Russel’।
কেবল নিজের নাম বলা নয়, সবার সাথে টুকটাক কুশলও বিনিময় করতে পারে রোবট ‘রাসেল’। হাতও মেলাতে পারে। এর উদ্ভাবকরা বলছেন, পৃথিবীর প্রায় সবকিছু সম্পর্কেই তার গভীর জ্ঞান আছে।
রাসেলের উদ্ভাবক সাদমান, সিয়াম ও অর্পণ এসেছেন নেত্রকোণার আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। তারা জানান, রাসেলের একটা ডেটাবেজ আছে। এর মধ্যে প্রায় সব বিষয় নিয়েই সম্ভাব্য বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আছে। তবে এর বাইরেও উইকিপিডিয়াকে যুক্ত করে দেওয়া আছে রাসেলের সাথে। ফলে নিজস্ব ডাটাবেজে না পেলেও উইকিপিডিয়া ঘেঁটে জবাব বের করে দিতে পারে রাসেলটি।
রাসেলের মতোই বিপুল জনপ্রিয়তা পেয়েছে আরেকটি প্রকল্প— সেটি হচ্ছে একটি নৌযান। কার্ডবোর্ড দিয়ে বানানো এই নৌযানটি স্বয়ংক্রিয়ভাবে নৌপথে টহল দিতে সক্ষম। নারায়ণগঞ্জের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি উদ্ভাবিত এই নৌযানের একটি সাবমেরিন ভার্সনও রয়েছে।
এই প্রকল্পের দলনেতা মো. রোমান হোসেন রিয়াদ জানান, এই নৌযানগুলো যেমন স্বয়ংক্রিয়, তেমনি মানুষের নিয়ন্ত্রণে রেখেও এটি চালানো যায়। এগুলোতে ক্যামেরা থাকায় কম লোকবল নিয়েও নৌপথের তত্ত্বাবধায়ন করা সম্ভব। এ ছাড়া, এই নৌযান বাতাস ও সূর্যের শক্তি ব্যবহার করে চলে। ফলে দূষণ হয় না এবং জ্বালানি খরচও নেই।
মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ থেকে এসেছে গৃহবন্ধু রোবট। মূলত সে একটি পরিচ্ছন্নতাকর্মী রোবট। নির্দেশ দিলে নিজের ছন্দে নিমেষেই ঘর পরিষ্কারের কাজটি শেষ করে সে। মেলায় আসা অনেকেই তার সামনে বোতল বা ক্যান ফেলে তার কার্যক্ষমতা যাচাই করে নিচ্ছে।
বিজ্ঞান মেলার পাশাপাশি চলছে দ্বিতীয় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও দ্বিতীয় জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। আয়োজকরা জানান, বিজ্ঞানমনষ্ক জাতি গড়ে তুলতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়মিত এসব মেলার আয়োজন করে আসছে। ঢাকার বাইরে অন্য শহরগুলোতেও স্থানীয় পর্যায় উদ্ভাবনেও বিভিন্ন ধরনের সহায়তা করা হয়।
সারাবাংলা/এমএ/টিআর