চট্টগ্রামে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
৫ এপ্রিল ২০২৫ ১৩:১৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার চরতি ইউনিয়নের তুলাতুলি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দেলোয়ার হোসেন (২২) বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম সারাবাংলাকে জানান, শুক্রবার দুপুরে দেলোয়ার ওই প্রতিবন্ধী নারীর ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে দেলোয়ারকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে রাতে গিয়ে দেলোয়ারকে থানায় নিয়ে আসা হয়।
ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘এর আগেও দেলোয়ার ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে।’
সারাবাংলা/আইসি/ইআ
চট্টগ্রাম ধর্ষণের অভিযোগ মানসিক প্রতিবন্ধী নারী যুবক গ্রেফতার