Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের লম্বা ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৩:১৫

একটি শিশুকে সেবা দেওয়া হচ্ছে।

খুলনা: পবিত্র ঈদুল ফিতর এর দীর্ঘ ছুটিতেও থেমে নেই খুলনার রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীরা নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, ঈদের লম্বা ছুটিতে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি, আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জনসাধারণের সেবা নিশ্চিত করতে সারাদেশের মতো রূপসা উপজেলার পাঁচটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসা মা, শিশুসহ সাধারণ রোগীদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। এতে অনেকটাই খুশি এখানে আসা সেবা গ্রহীতারা।

বিজ্ঞাপন

শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার নৈহাটী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ সাইদুর রহমান বলেন, ‘শরীরটা অনেক অসুস্থ। ভালোভাবে চলাফেরা করতে পারছি। সব জায়গায় ঈদের ছুটি চলছে। এর মধ্যেও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি চালু রয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়েছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাব।’

নৈহাটী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব পাল বলেন, ‘এখানে রোগীদের চাপ রয়েছে। বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে আসছেন। তাদেরকে সেবা দিতে পেরে খুব ভালো লাগছে।’

রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘দীর্ঘ ছুটিকালীন সময়ে পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উপজেলার পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসব সেবাসহ জরুরি সেবা দেওয়া হচ্ছে। রোগীরা সেবা পেয়ে অনেক খুশি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

খুলনার পরিবার পরিকল্পনা বিভাগ স্বাস্থ্য সেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর