এখনো ঢাকা ছাড়ছে মানুষ, বুড়িমারী এক্সপ্রেস ছাড়ল ৩ ঘণ্টা দেরিতে
৫ এপ্রিল ২০২৫ ১৩:৫৮ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৫
ঢাকা: ঈদের ছুটি শেষ আজ। প্রতিটি গণপরিবহন স্টেশনে ঢাকামুখী মানুষের ঢল। এই ঢাকামুখী মানুষের ভিড়ের পাশাপাশি আবার এখনো ঢাকা ছাড়ছে মানুষ। ট্রেন, বাস স্টেশনে ফিরে আসা মানুষের পাশাপাশি পরিবহনের অপেক্ষায় থাকা মানুষও দেখা গেছে। তারা বলছেন, ঈদের সময় ভিড় এড়াতেই এখন বাড়ি যাচ্ছেন।
শনিবার (৫ এপ্রিল) রাজধানী কমলাপুর রেলওয়েস্টেশনে বাড়ি ফেরার মানুষ চোখে পড়েছে বেশি। ট্রেন দেরিতে পৌঁছানোয় কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করছেন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের সময় ট্রেনের শিডিউল ঠিক থাকলেও ঈদের পর এই প্রথম একটি ট্রেন ৩ ঘণ্টারও বেশি সময় দেরি করে ঢাকা ছেড়েছে। জানা গেছে, লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেনটি সোয়া তিন ঘণ্টা বিলম্ব করে ঢাকা ত্যাগ করেছে। ট্রেনটি সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলে সোয়া ১১টা ৫২ মিনিটের দিকে স্টেশনের সাত নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে গেছে। এতো লম্বা সময় অপেক্ষা করতে হওয়া বিরক্তি প্রকাশ করেছেন যাত্রীরা। অনেক যাত্রী ফিরেও গেছেন বলে জানা গেছে।
স্টেশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা রেলস্টেশনে পৌঁছায়। ট্রেনটি প্লাটফর্মে আসার পর অপেক্ষমান যাত্রীরা ট্রেনে উঠে পড়েন। এরপর ওয়াটারিং করে ১১টা ৫২ মিনিটে প্লাটফর্ম ছেড়ে যায়।

সকাল থেকেই যাত্রীরা স্টেশনে অপেক্ষা করেন। ছবি: সারাবাংলা
জামালপুরগামী ট্রেনের যাত্রী ইব্রাহিম জানান, তিনিও ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তার পাশে ছিলেন বুড়িমারী এক্সপ্রেসের যাত্রী। ট্রেনটি দেরি করে আসাতে যাত্রীরা খুব বিরক্ত ছিলেন। ট্রেনটি এক ঘণ্টা অপেক্ষা করে যাত্রী নিয়ে আবার চলে যায়। তবে ট্রেনে যাত্রী সংখ্যা একেবারে কম ছিল। রেলওয়ে কর্তৃপক্ষও জানিয়েছে, ট্রেনটি দেরি পৌঁছানোর কারণে দেরি করে ছেড়ে গেছে।
এদিকে, ঢাকামুখী মানুষের পাশাপাশি ঢাকা ছাড়ার মানুষও চোখে পড়েছে স্টেশনে। সকাল থেকেই মানুষ ট্রেনে করে ঢাকা ছাড়ছে। যাত্রীদের স্টেশনে অপেক্ষা করতেও দেখা গেছে।
জামালপুরগামী ট্রেনের যাত্রী জান্নাতুল ফেরদৌসী জানান, তার স্বামী ব্যবসা করেন। ঈদের সময় অতিরিক্ত ইনকামের জন্য ছুটিতে বাড়ি যাওয়া হয়নি। ঈদ শেষেও অনেকদিন ক্রেতা থাকে না তাই এই সময়ে বাড়ি ফিরছেন। একই কথা বলেছেন, নেত্রকোনার যাত্রী মাহফুজ। তিনি বলেন, ‘ঈদের পরেই যাওয়ার প্ল্যান ছিল তার। ঈদের দিনগুলোতে যানবাহনে খুব ভিড় থাকে তাই ঈদের পরেই যাই প্রতি বছর।’
গণমাধ্যমকর্মী ইশতিয়াক বলেন, ‘ঈদের সময় ডিউটি করেছি। যারা ছুটিতে ছিলেন তারা চলে এসেছেন তাই এখন বাড়িতে ছুটি কাটাতে যাচ্ছি।’
ট্রেনের পাশাপাশি রাজধানীর বাস স্টপেজগুলোতেও ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে সে সংখ্যা খুবই কম। তাদের কেউ টিকিট না পেয়ে ঈদে বাড়ি যেতে পারেননি। আবার ছুটি না পেয়ে আবার কেউ ভিড় এড়াতে ঈদের পরে বাড়ি যাচ্ছেন।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ