Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৪:০৮ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৭

মরদেহ। প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাইয়ের নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বড় ভাই।

শনিবার (৫ এপ্রিল) কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ হোসেন (৪০) বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে। আহত বড় ভাই হোসেন আলী (৫০) সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির পাশের সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাই সোহরাব ও মেঝ ভাই আশরাফের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আশরাফ ধারালো ছুরি দিয়ে মেঝ ভাই আশরাফ হোসেনকে আঘাত করে। এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসলে বড় ভাই হোসেন আলীকেও আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেওয়ার পথে মোশাররফ হোসেন মারা যান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আমরা মূল অভিযুক্তসহ চার জনকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি

ছুরিকাঘাত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর