Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী সাংবাদিককে হেনস্থা: গ্রেফতার ৩ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৪:১৩ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৭

সোয়েব রহমান জিসান, মো. রাইসুল ইসলাম ও মো. কাউসার হোসেন।

ঢাকা: রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে শ্লীলতাহানিসহ হেনস্থার ঘটনায় গ্রেফতার তিন জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন- সোয়েব রহমান জিসান, মো. রাইসুল ইসলাম ও মো. কাউসার হোসেন।

শনিবার (৫ এপ্রিল) রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ।

আদালত সূত্র জানায়, গ্রেফতার তিন জনকে আদালতে তুলে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তাদের কারাগারে পাঠান বিচারক।

র‍্যাব জানায়, গত বুধবার রাতে বনশ্রী এলাকায় নারী সাংবাদিককে হেনস্থার ঘটনাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে আসায় ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৩। এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি সোয়েবকে রামপুরার মেরাদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনা থানার বেইলি রোড থেকে রাইসুল ও গেন্ডারিয়া এলাকা থেকে কাউসারকে গ্রেফতার করে র‍্যাব। এরপর তাদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ

গ্রেফতার ৩ নারী সাংবাদিককে হেনস্তা