ঈদের ছুটি শেষ, রোববার খুলছে অফিস-আদালত
৫ এপ্রিল ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৭
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা নয় দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার (৫ এপ্রিল)। রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিতসহ সব কার্যালয়। এর আগে গত ২৭ মার্চ ছিল কর্মজীবিদের শেষ কর্মদিবস। এরপর থেকে শুরু হয় টানা নয় দিনের ছুটি।
রোববার (৬ এপ্রিল) খুলে যাবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সেই সঙ্গে চালু হচ্ছে ব্যাংক বীমা। আবার কর্মচঞ্চল হয়ে ওঠবে অফিস পাড়া। তবে অফিস চলবে আগের নিয়মে। রোজার সময় যে নতুন সময়সূচি করা হয়েছিল তা আর থাকছে না।
চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে সরকারি ছুটির তালিকা আগে থেকেই নির্ধারন করা ছিল। এর আগে উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে দিনের ছুটি অনুমোদন করেছিল। এরপর ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে এ ছুটি ছিল ৩ দিন। প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল মিলিয়ে সরকারি ছুটি। আর ৩ এপ্রিল বৃহস্পতিবার ছিল নির্বাহী আদেশে ছুটি। সঙ্গে দুই দিন সাপ্তাহিক ছুটি ৪ ও ৫ এপ্রিল। সব মিলিয়ে এবার কর্মজীবিরা টানা ৯ দিনের ছুটি পেয়েছেন। যা শনিবার (৫ এপ্রিল) শেষ হচ্ছে।
সারাবাংলা/জেআর/এমপি