Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৭:০৭

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ঢাকা: বাংলাদেশি বিভিন্ন পণ্যের ওপর নতুন করে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান দুই রফতানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রফতানি হয় দেশটিতে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রফতানি হয় প্রায় ৮৪০ কোটি ডলার, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি দাঁড়ায় ৭৩৪ কোটি ডলারে। এতোদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

সারাবাংলা/জিএস/ইআ

জরুরি বৈঠক প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর