Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো টাকা-স্বর্ণ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৫:৪৬

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে টাকা-স্বর্ণ।

নাটোর: নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে টাকা-স্বর্ণসহ একটি ঘরের যাবতীয় আসবাবপত্র, চাল-ডাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লার সন্তোষ হালদারের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী সন্তোষ হালদার কাঁটাপুকুরিয়া মহল্লার শচীন্দ্রনাথ হালদারের ছেলে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, চাল, এক লাখ টাকা, স্বর্ণসহ সবকিছু পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছি, সহযোগিতা করা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

আগুনে পুড়ে টাকা-স্বর্ণ ছাই