Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের পর দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৬:২০ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৬:২২

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: ঈদের ৯ দিন ছুটির পর চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়েছে। পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের জন্য জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের সেবা অব্যাহত রয়েছে।

ঈদের ৯ দিন ছুটির পর চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়েছে। পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের জন্য জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের সেবা অব্যাহত ছিলো ঈদের ছুটির মধ্যেও। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৭ মার্চ থেকে শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত টানা ৯ দিন বন্ধ ছিলো দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম।

বিজ্ঞাপন

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মির্জা কামরুল হক জানান, বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ঈদের আগে ও পরে সবমিলিয়ে ৯ দিন বন্ধ ছিলো শুল্ক স্টেশনের কার্যক্রম।

শুক্রবার (৪ এপ্রিল) ছুটি শেষ হওয়ার পর শনিবার (৫ এপ্রিল) থেকে পুনঃরায় রেলযোগে আমদানি-রফতানি শুরু হয়েছে। তিনি আরও জানান, দেশের অভ্যন্তরে ভারতের যে খালি ওয়াগনগুলো ছিলো, সেগুলো ঈদের আগেই পর্যায়ক্রমে ফেরত পাঠানো হয়েছে। ওয়াগনের জন্য ভারতকে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয়।

দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ এসআই রমজান জানান, ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল করার জন্য চেকপোস্টের সেবা অব্যাহত রয়েছে। ঈদের দিনও এ কার্যক্রমের কোন ব্যপ্তয় ঘটেনি। কার্যক্রম চালু রাখার স্বার্থে কিছু জনবল এ সময় দায়িত্বে রাখা হয়েছিলো।

সারাবাংলা/এনজে

কার্যক্রম দর্শনা রেলওয়ে শুরু শুল্ক স্টেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর