Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অষ্টমী স্নানে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে লাখো পুণ্যার্থীর ঢল

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৭:৫১

মহাষ্টমী স্নানে পুণ্যার্থী‌দের ঢল

ময়মনসিংহ: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষ্যে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের দু’পাড়ে লাখো পূণ্যার্থীর ঢল নামে। শনিবার (৫ এপ্রিল) ভোর ৫টা থেকে নগরীর থানা ঘাট, কাচারি ঘাট, গুদারা ঘাটসহ নদের ওপারে শম্ভুগঞ্জ ঘাটে বিশাল এলাকাজুড়ে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।

‘হে ভগবান ব্রহ্মপুত্র, হে লৌহিত্র, আমার পাপহরণ কর’ মন্ত্র উচ্চারণ করে ফুল, কলা, আম, ডাব, হরতকিসহ পুণ্যর্থীরা ভক্তিমন্ত্রের সঙ্গে মেতে উঠে স্নানোৎসবে।

বিজ্ঞাপন

পাপমোচনের বাসনায় প্রতিবছর অষ্টমী তিথিতে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো পুণ্যার্থীর স্নানোৎসবের ভিড় জমে এই ব্রহ্মপুত্র নদে। উৎসবটিকে ঘিরে নদ তীরবর্তী এলাকায় বসেছে অষ্টমীমেলা। এ ছাড়া জেলার
বেগুনবাড়ি, বিদ্যাগঞ্জ, পিয়ারপুর, কালিরবাজার, ধলা, রৌহাসহ কয়েকটি স্থানের ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীরা অষ্টমীর স্নান ও পূজা সম্পন্ন করেন।

সারাবাংলা/এইচআই

ধর্মীয় উৎসব পুণ্যস্নান পুণ্যার্থী‌ ব্রহ্মপুত্র নদ লাখো পুণ্যার্থীর ঢল