Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূ‌স-মো‌দির বৈঠক দে‌শের জন‌্য ভা‌লো কিছু নি‌য়ে আস‌বে: পার্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২০:২৯

বি‌জে‌পির চেয়ারম‌্যান আন্দা‌লিব রহমান পার্থ

ভোলা: জাতীয় পা‌র্টির (বি‌জে‌পি) চেয়ারম‌্যান আন্দা‌লিব রহমান পার্থ ব‌লে‌ছেন, আন্তর্বর্তীকা‌লীন সরকা‌রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে আলোচনার হ‌য়ে‌ছে তা আমা‌দের দে‌শের জন‌্য ভা‌লো কিছু নি‌য়ে আস‌বে।

শ‌নিবার (৫ এপ্রিল) বি‌কে‌লে ভোলায় তার নিজ বাসভব‌নে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, ‘আন্তর্বর্তী সরকার জনগ‌ণের ভো‌টের সরকার না হ‌লেও এটি জনগ‌ণের সরকার। আমরা সবাই বর্তমান সরকার‌কে সহ‌যোগীতা কর‌ছি। তা‌দের পা‌শে র‌য়ে‌ছি। যাতে অন্তর্বর্তীকা‌লীন সরকার কোনো ম‌তেই ব‌্যর্থ না হয়।’

বি‌জে‌পি’র চেয়ারম‌্যান ব‌লেন, ‘‘প্রধান উপ‌দেষ্টা ব‌লে‌ছেন ডি‌সেম্বর থে‌কে জু‌নের ম‌ধ্যেই নির্বাচন হ‌বে। ত‌বে আমি বিশ্বাস ক‌রি ডি‌সেম্বরের ম‌ধ্যে নির্বাচন হ‌বে। প্রা‌য়োজনীয় সংস্কারগু‌লো হ‌বে আর যেগু‌লো হ‌বে না সেগু‌লো জনগ‌ণের নির্বা‌চিত সরকার কর‌বেন।’’

পার্থ আরও ব‌লেন, ‘আন্তর্বর্তী সরকার কি কি সংস্কার কর‌বে সেগু‌লো আমরা এখনও নি‌শ্চিত হইনি। সংস্কা‌রের ওপর আগ‌ামী‌তে অনেক কিছুই নির্ভর ক‌রে।’

এসময় উপ‌স্থিত ছি‌লেন, জাতীয় পা‌র্টির (বি‌জে‌পি) ভোলা জেলার সভাপ‌তি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ‌মোতা‌সিম বিল্লাহ, শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন চকেট, ছাত্র সমাজের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, যুবসংহতির জেলা আহ্বায়ক নুরে আলম টিটু, মনির, ভোলা জেলা ছাত্র সমা‌জের আহ্বায়ক শান্ত ঘোষ, মো. হোসেন, টিমন, কেন্দ্রীয় ক‌মি‌টির ‌সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান সো‌হেল, যুগ্ম আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহ‌তির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক মে‌হেদী হাসান হান্নান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আন্দালিব রহমান পার্থ বিজেপি ভোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর