Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্রমণে অতিরিক্ত অর্থ খরচ করায় ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ১৯:৩৪ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২১:৪১

ইরানের ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি।

ইরানের সংসদীয় সম্পর্কিত ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পার্সিয়ান নববর্ষের ছুটিতে তিনি ব্যক্তিগতভাবে অতিরিক্ত অর্থ খরচ করে দক্ষিণ মেরুতে ভ্রমণ করায় তাকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম ইরনা নিউজের খবরে বলা হয়েছে, এক আদেশ জারির মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করা হয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দাবিরির সফরের একটি প্রতিবেদন পর্যালোচনা করার পরই তাকে বরখাস্ত করা হয়েছে।

ইরান প্রেসিডেন্ট বলেন, জনসাধারণের অর্থনৈতিক সংকটের মধ্যে সরকারি কর্মকর্তার ব্যবয়বহুল বিদেশ সফর গ্রহণযোগ্য নয়। যদি সেটা ব্যক্তিগত খরচেও হয়ে থাকে। কারণ এটি ইরানি কর্মকর্তাদের প্রত্যাশিত সাদাসিধা জীবনযাপনের পরিপন্থি।

তিনি বলেন, আমাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। তবে সংসদীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনি যা করেছেন তা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির পরিপন্থি।

এ বিষয়ে ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এমন পদক্ষেপ প্রমাণ করে, তিনি ভ্রতৃত্বসম্পর্কের চেয়ে ন্যায়বিচার, সততা এবং জনসাধারণকে গুরুত্ব দিয়ে থাকেন।

সারাবাংলা/ইআ

ইরান বরখাস্ত শাহরাম দাবিরি