১ যুগ পর রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
৫ এপ্রিল ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২০:৪৩
পাকিস্তান: এক যুগ পর বাংলাদেশ ও পাকিস্তান রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে। চলতি এপ্রিল মাসেই এই সংলাপ অনুষ্ঠিত হবে। ২০১২ সালের পর এই দেশ দু’টির মধ্যে আর কোনো সংলাপ হয়নি। ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে দেশ দু’টি সংলাপে বসতে যাচ্ছে বলে জানা গেছে। খবর ডেইলি পাকিস্তানের।
শনিবার (৫ এপ্রিল) ডেইলি পাকিস্তানে প্রকাশিত প্রতিবেদন বলা হয়, আসন্ন এই বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ। যার লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিকীকরণ করা।
প্রতিবেদনে বলা হয়, এই গুরুত্বপূর্ণ অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সংলাপে সম্পর্ক দৃঢ় করা নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলোতে সমন্বয় উন্নত করার জন্য একটি যৌথ মন্ত্রী পর্যায়ের কমিশন পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকে বাণিজ্য ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠক বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতায় অবদান রাখবে। এ ছাড়া, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক তৈরির পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় বলয় থেকে বেরিয়ে পাকিস্তানের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে তার পররাষ্ট্র নীতি পরিবর্তন করেছে। যার মধ্যে রয়েছে সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো।
বাংলাদেশ চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছে। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে, যা বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের দিকে পরিচালিত করবে।
সারাবাংলা/পিটিএম