বাসের ধাক্কায় পিকআপের ১১ যাত্রী আহত
৫ এপ্রিল ২০২৫ ১৯:৫৮ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২১:৪১
ঢাকা: নারায়ণগঞ্জের তারাবো বিশ্ব রোড এলাকায় বাস ধাক্কায় পিকআপের ১১ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে রুপগঞ্জ তারাবো বিশ্ব রোড যাত্রামোড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহতরা হল শিল্পী রানি দাস (২২), ছেলে ঈশান দাস (৬), মেয়ে শ্রুতি রানী দাস (৮মাস), সুনেত্রা রানী দাস (৪৭), চায়না রানী দাস (৫০), ছোয়া রানী দাস (৫০) ছায়া রানী দাস (৭), বাসন্তী রানী (৪৬), বিশ্বনাথ দাস (৫৩), অমূল্য দাস (৫৭), মিলনী রানী দাস (৫০)।
আহত শিল্পী রানীর স্বামী সোহাগ দাস জানান, তাদের বাসা ডেমড়া কায়েতপাড়া এলাকায়। আহতরা সবাই সবার আত্মীয়। হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে আজ সকালে কুমিল্লার লাঙ্গলবন্ধে গিয়েছিল গঙ্গাস্নানে। সেখান থেকে একটি পিকআপযোগে ডেমড়ায় আসছিল। তারাবো বিশ্বরোড যাত্রামোড়া এলাকায় আসলে একটি বাস ধাক্কা দেয়। এতে তারা সবাই আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. মাসুদ আলম জানান, রুপগঞ্জ তারাবো বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় ১১জন আহত হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে নারী শিশু রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তিনজনের অবস্থা গুরুতর।
সারাবাংলা/এসএসআর/এমপি