ঢাকায় স্বস্তির বৃষ্টি, রাতে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
৫ এপ্রিল ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২১:৪১
ঢাকা: সারাদিন তীব্র গরমের পর সন্ধ্যায় শান্তির বৃষ্টি শুরু হয়েছে। সাড়ে ৭টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এতে সারাদিনে রোদের যে প্রখরতা ছিল তাতে কিছুটা প্রশান্তি এনে দিয়েছে। শনিবার (৫ এপ্রিল) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাতে ঢাকাসহ কয়েকটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, রাজধানী ঢাকাসহ ৭ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সারাবাংলা/জেআর/ইআ