Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদলের কমিটিতে যুবলীগ নেতা, ক্ষোভে সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ২০:২২ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ০০:০৭

ছবিতে লাল বৃত্তচিহ্নিত যুবলীগ নেতা বিটুল ইসলাম। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জে ইউনিয়ন যুবদলের কমিটিতে বিটুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করছেন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়া যুবদল নেতা জহির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু ও সদস্য সচিব রোকনুজ্জামান সুমন দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের কমিটির অনুমোদন দেন। কমিটির তালিকায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিটুল ইসলামকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে এলে এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিটুল ইসলাম দীর্ঘ দিন ধরে টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইউনিয়ন যুবলীগের কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দল পরিবর্তন করে বিএনপির সহযোগী সংগঠন যুবদলে যোগ দেন। সম্প্রতি টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমিটির এক সদস্য জানান, আমারা তো এই এলাকায় রাজনীতি করি। আমরা তো জানি কে কী করে। নেতা নিজেই ডিসিশন নিয়েছেন এবং নিজের হাতে কমিটি দিয়েছেন। ওর (বিটুল ইসলাম) নামে অনেক অভিযোগ গেছে। টেপ্রীগঞ্জ ইউনিয়নের নেতাকর্মীরা তার বিষয়ে নেতাকে অবগত করেছেন। নেতা সবই জানেন।’

অভিযোগের বিষয়ে টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিটুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি যুবলীগের রাজনীতি করি নাই। তখন দেশের যে পরিস্থিতি ছিল তাতে আমি চেয়ারম্যানের সাপোর্টে ছিলাম। যুবলীগের কমিটিতে একটা জায়গায় রাখতে চেয়েছিল আমাকে। আমি হ্যাঁ-না কিছুই বলিনি।’

বিজ্ঞাপন

এদিকে যুবলীগ নেতাকে যুবদলের গুরুত্বপূর্ণ পদে রাখায় নেতা-কর্মীদের মাঝে অস্বস্তি বিরাজ করছে। এরই মধ্যে এ ঘটনায় ইউনিয়ন যুবদলের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন দল থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বলেন, ‘২০০২ সাল থেকে দল করি। গত ১৭ বছরে দলের দুর্দিনে দলের পাশে ছিলাম। ত্যাগীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে কমিটি করে ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী বিটুল ইসলামকে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বানানো হয়েছে। তাই দল থেকে পদত্যাগ করেছি।’

এ বিষয়ে জানতে দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন বিএনপির পরামর্শে তাকে কমিটিতে রাখা হয়েছে। আমরা বিভিন্নভাবে খোঁজ-খবর নিয়েছি, আওয়ামী লীগের কোনো কমিটিতে তার নাম আছে কিনা। কিন্তু আমরা তার নাম পাইনি। সে আমাদের বিএনপির বিভিন্ন প্রোগ্রামে ঢাকা ও বগুড়া গিয়েছে। আমাদের সেসব ছবিও দেখিয়েছে।’

ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না উনি রিজাইন করে নাই। রিজাইন লেটার প্রত্যাহার করেছেন।’

সারাবাংলা/পিটিএম

কমিটি টপ নিউজ নাম পদত্যাগ যুবদল যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর