নীলফামারীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, অভিযানে জরিমানা ও অর্থ ফেরত
৫ এপ্রিল ২০২৫ ২০:৪৫
নীলফামারী: নীলফামারীর জলঢাকা থেকে কুমিল্লাগামী বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ এপ্রিল) দুপুরে জলঢাকা বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, জলঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত নির্ধারিত ভাড়া এক হাজার ২০০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা করে আদায় করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচজন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পান।
পরবর্তীতে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা ‘পরাণ পরিবহণ’ ও ‘হালিম ট্রাভেলস’ নামক দুই পরিবহণ সংস্থাকে অতিরিক্ত আদায়কৃত যাত্রীপ্রতি ৩০০ টাকা করে ফেরত দিতে বাধ্য করেন।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ। অভিযানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) এস. এম. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা এলাকায় বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করে আরেকটি অভিযান পরিচালিত হয়।
বিআরটিএ’র সহকারী পরিচালক এস. এম. মাহবুবুর রহমান বলেন, ‘নিরাপদ ও সুষ্ঠু যাত্রীসেবা নিশ্চিত করতে এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত আদায় ঠেকাতে আমাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী দিনগুলোতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সারাবাংলা/এইচআই