Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি কোনোভাবেই কমবে না, বরং বাড়বে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ২১:৩৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ০০:০৭

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা এমন কিছু করবো যাতে বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ রফতানি করে তার চেয়ে আরও বাড়বে। আমি এটা বলে দিতে পারি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি কোনোভাবেই কমবে না বরং আরও বাড়বে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন শুল্কহার নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে আমাদের রেসপন্স কী হবে, আমরা মার্কিন প্রশাসনকে কী লিখব, এ নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।’

তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি আজকের বৈঠকে খুব ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে। বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব, খুবই এক্সপোর্টবান্ধব।

সারাবাংলা/জিএস/এইচআই

প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর