নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে শনিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৪৫ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীরে এই উৎসব চলবে।
তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরতকী, ডাব ও আম্রপল্লব নিয়ে দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীরা স্নানে অংশ নিয়েছেন। মহাষ্টমীর তিথিতে পাপ মোচনের আশায় পুরোহিতের কাছ থেকে মন্ত্র পড়ে জলে ডুব দিচ্ছেন এসব পুণ্যার্থীরা।
এ উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন নারায়ণগঞ্জ প্রশাসন। স্নান উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যের পাশাপাশি, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও নিয়োজিত রয়েছেন। বসানো হয়েছে ৭টি ওয়াচ টাওয়ার, ৭০টির অধিক সিসি টিভি ক্যামেরা ও ৭টি মেডিকেল ক্যাম্প। এ ছাড়া ১০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে জরুরি সেবা দেওয়ার জন্য। ব্রহ্মপুত্র নদের তীর ঘুরে ছবিগুলো তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।