নোয়াখালী: ঈদুল ফিতরকে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালীতে চারটি পরিবহণকে ৬ মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান ও সেজান আহমেদ।
নোয়াখালীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান ও সেজান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ মামলায় লাল সবুজ পরিবহণ, হিমাচল পরিবহণ, নীলাচল পরিবহণ ও একুশে পরিবহণকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে আর যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, সহকারী মোটরযান পরিদর্শক জাকির হোসেন, পুলিশ ও আনসার সদস্যরা।