Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
হোঁচট খেয়েও রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে বার্সা

স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ০৮:৫৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১০:২০

বেটিসের বিপক্ষে জিততে পারেনি বার্সা

নিজেদের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অন্তিম মুহূর্তে গোল হজম করে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের এই হারে বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্টের ব্যবধার আরও বাড়িয়ে নেওয়া। তবে রিয়াল বেটিসের বিপক্ষে সেই কাজটা করতে পারলেন না কাতালানরা। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে বার্সা। বেটিসের বিপক্ষে হোঁচট খেলেও রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষেই আছে বার্সেলোনা।

বিজ্ঞাপন

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল স্বাগতিকদের দাপট। ৭ মিনিটের মাথায় বার্সাকে লিড এনে দেন গাভি। ফেরান তোরেসের অ্যাসিস্টে গোল করেন গাভি। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা।

১৭ মিনিটের মাথায় বার্সাকে চমকে দিয়ে ম্যাচে সমতা ফেরায় বেটিস। লো সেলসোর বাড়ানো বলে গোল করেন নাটান। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও এগিয়ে যেতে পারেনি দুই দলের কেউই। ১-১ ব্যবধানের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে এগিয়ে যেতে মরিয়া ছিল বার্সা। দারুণ কয়েকটি আক্রমণ সাজালেও বেটিস কিপার আদ্রিয়ানের দৃঢ়তায় গোলের দেখায় পাননি ইয়ামালরা। ম্যাচের অন্তিম মুহূর্তে গোলের সুবর্ণ সুযোগ নস্ট করেছেন লেভানডস্কি। আর এতেই ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সাকে।

এই ড্রয়ে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর