আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন
স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ০৮:৪৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১০:২৬
৬ এপ্রিল ২০২৫ ০৮:৪৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১০:২৬
ঢাকা: খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন।
রোববার (৬ এপ্রিল) ভোর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মুকরেমা রেজা ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
বিএনপির মিডিয়া জানিয়েছে, রোববার বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
মায়ের অসুস্থতার খবর পেয়ে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান সিঁথি ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন। মায়ের মৃত্যুর সময়ে তিনি পাশে ছিলেন।
সারাবাংলা/এজেড/এমপি