টানা চতুর্থ লিগ শিরোপায় পিএসজির ইতিহাস
৬ এপ্রিল ২০২৫ ০৯:৪৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:২৮
কিলিয়ান এমবাপের ক্লাব ছাড়ার পর মিডিয়ার দৃষ্টি থেকে অনেকটাই আড়ালে চলে গেছেন তারা। পিএসজি অবশ্য ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের দাপট ধরে রেখেছে আগের মৌসুমগুলোর মতোই। অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে ৬ ম্যাচ হাতে রেখেই টানা চতুর্থ লিগ শিরোপা নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।
এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে পিএসজি। প্রথম ২৭ ম্যাচের একটিতেও হারেনি তারা। অ্যাঞ্জার্সের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে শিরোপা, এই সমীকরণকে সামনে রেখেই পার্ক ডি প্রিন্সে মাঠে নেমেছিলেন ডোনারুমা-ডেম্বেলেরা। প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। গোলশূন্যভাবেই তাই বিরতিতে যায় পিএসজি-অ্যাঞ্জার্স।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় পিএসজি। ৫৫ মিনিটে ডেসায়ার ডুর গোলে উল্লাসে ভাসে পুরো স্টেডিয়াম। শেষ পর্যন্ত তার এই গোলই পিএসজির জয়ের জন্য যথেষ্ট হয়েছে।
ডুর একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭৪, দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর পয়েন্ট ৫০। এই জয়ে তাই ৬ ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা ঘরে তুলল এনরিকের দল। ফ্রেঞ্চ লিগ ওয়ানে এটি তাদের টানা চতুর্থ শিরোপা। সব মিলিয়ে এটি তাদের ১৩তম শিরোপা, যা লিগের ইতিহাসে সর্বোচ্চ।
শেষের ৬ ম্যাচে না হারলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে পিএসজি। এছাড়া তাদের সামনে হাতছানি দিচ্ছে ট্রেবল। এখনো চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেঞ্চ লিগ কাপে টিকে আছে পিএসজি।
সারাবাংলা/এফএম