Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেলেন সেনাপ্রধান

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১০:০২ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১১:৩৯

ঢাকা: সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চার দিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

রোববার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে।
এছাড়া কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন তিনি।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

সারাবাংলা/এমএইচ/এমপি

ক্রোয়েশিয়া রাশিয়া লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সফর সেনা প্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর