ঢাকা: ঈদুল ফিতরের টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে রোববার সরকারি বিভিন্ন কার্যালয়ের পাশাপাশি খুলেছে আদালত। এদিন থেকে স্বাভাবিক নিয়মে চলবে বিচারিক ও দাফতরিক কার্যক্রম। ব্যস্ততা শুরু হবে বিচারক-আইনজীবী কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও।
রোববার (৬ এপ্রিল) সময়সূচি অনুযায়ী আপিল বিভাগে বিচারকাজ চলবে সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ৪টা পর্যন্ত চলবে হাইকোর্ট বিভাগের কার্যক্রম। এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অধস্তন আদালতের কার্যক্রম চলবে।
ঈদুল ফিতর উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল সরকারি ছুটি নির্ধারিত হয়। এর সঙ্গে নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে সরকার। এছাড়া শুক্র-শনিবার মিলিয়ে এবার নয়দিনের ছুটি পান সরকারি কর্মকর্তারা। ফলে বন্ধ ছিল অফিস-আদালত।