গাজায় ১৫ স্বাস্থ্যকর্মী হত্যায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ
৬ এপ্রিল ২০২৫ ১১:২৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:২৭
গাজায় ইসরায়েলি হামলায় ১৫ জন চিকিৎসক নিহত হওয়ার নতুন ফুটেজ প্রকাশের পর ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৩ মার্চ দক্ষিণ গাজায় জরুরি বিভাগের ওই ১৫ জন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদের সৈন্যরা ভুল করে তাদের ওপর হামলা চালিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জরুরি সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি চালানোর দৃশ্য।
যুক্তরাজ্য জানিয়েছে যে ইসরায়েল সংসদীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে দেশটি সফররত দুই ব্রিটিশ আইনপ্রণেতাকে আটক এবং বহিষ্কার করেছে।
এদিকে গাজায় ১৫ জন জরুরি স্বাস্থ্যকর্মী হত্যার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাদের সৈন্যদের ভুল স্বীকার করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক ট্রাকে গুলি চালায়।
ইসরায়েলের সেনাবাহিনী শুরুতে দাবি করেছিল, অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়া গাড়ি বহরটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তারা গুলি চালিয়েছিল।
ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ দাবি করেছিল, নিহতদের মধ্যে অন্তত ছয়জন হামাসের সঙ্গে যুক্ত ছিল। যদিও, নিজেদের বক্তব্যের সমর্থনে কোন প্রমাণ দেয়নি আইডিএফ।
সারাবাংলা/এমপি