ভোমরা বন্দরে ৯ দিন পর আমদানি-রফতানি শুরু
৬ এপ্রিল ২০২৫ ১১:৪৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:২৭
সাতক্ষীরা: টানা নয়দিন বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে গত ২৯ মার্চ (শনিবার) বিকাল থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।
রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হলো সকল কার্যক্রম। কোন ছুটি উপলক্ষে এর আগে একটানা এতদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকেনি। ফলে টানা নয়দিনে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তবে এই লম্বা ছুটিতে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ (শনিবার) বিকাল থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। দু’দেশের ব্যবসায়ি নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার থেকে ভোমরা বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।
ভোমরা ইমিগ্রেশন চেক পোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক তুফান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈদের লম্বা ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। তবে ছটির সময় পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা খুবই কম ছিল।’
ভোমরা স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা স্থলবন্দর ব্যবসায়ি সমিতির নেতারা যৌথ সিদ্ধান্তে গত ২৯ মার্চ বিকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। রোববার থেকে পুণরায় বন্দরের কার্যক্রম চালু হবে। তখন স্বাভাবিকভাবে আমদানি-রফতানি শুররু হবে এবং ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চলবে।
সারাবাংলা/এমপি