ঈদ পরবর্তী কর্মদিবসে সিইসির সঙ্গে সব কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়
৬ এপ্রিল ২০২৫ ১২:১৪ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১২:২৩
ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
রোববার (৬ এপ্রিল) ঈদ পরর্ববর্তী এক অনুষ্ঠানে সবার সঙ্গে কুশল বিনিময় করেন সিইসি। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত।
অনুষ্ঠানে চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য কর্মকর্তাদের প্রসংশা করেন সিইসি। তিনি বলেন, ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে।
সিইসি আরও বলেন, ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। এনআইডি ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সকল কাজ ভালোভাবে এগুচ্ছে।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চলমান রয়েছে। যা শেষ হবে ১১ এপ্রিল।
সারাবাংলা/এনএল/ইআ