Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৩:৪৭

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিন কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবী আয়েশা খানম মনি (৪৪) নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কমলাপুর বাসার সামনে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের আরেক দেবর মো. আবু জাফর জানান, দক্ষিণ কমলাপুর কবরস্থান গলিতে তাদের বাড়ি। তারা ৩ ভাই। তিনি ও তার ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তার বড় ভাই, ভাবি আয়শা খানম মনি ও তাদের দুই সন্তান থাকেন পাশের একটি বাড়িতে। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়েশা। এ সময় বাড়ির সামনেই মেজ দেবর মাসুদ হাওলাদার (৪৭) হঠাৎ করে ভাবি আয়েশাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।

নিহত আয়েশার জা জেসমিন আক্তার ও স্বজনরা দাবি করেন, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এর আগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবি আয়শা খানমের সাথে তার কোনো দ্বন্দ্ব ছিল না। তবে মাসুদ তার স্ত্রীর সাথে কারও কোনো কথা কাটাকাটি বা ঝগড়া দেখলে তাকেই টার্গেট করত। এর বাইরে কোন কারণ রয়েছে কিনা সেটি জানাতে পারেনি কেউ।

জানা যায়, নিহত আয়েশার স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। তার মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষে ও ছেলে বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনজে

ছুরিকাঘাত দেবর নিহত ভাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর