Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় ছেলের দায়ের কোপে ছোট ছেলের পর চিকিৎসাধীন মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৫:২৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:১৬

ঘাতক বড় ছেলে মো. ইয়াছিন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ছেলের দায়ের কোপে ছোট ছেলের মৃত্যুর দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মা।

রোববার (৬ এপ্রিল) সকালে নগরীর বেসরকারি সিএসটিসি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে একই ঘটনায় জুলেখা খাতুনের ছোট ছেলে মো. মাসুম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে মারা যায়।

নিহত জুলেখা খাতুন (৫৫) ফটিকছড়ির পশ্চিম ভূজপুর গ্রামের বাসিন্দা। ঘাতক ছেলের নাম মো. ইয়াছিন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভুজপুর ইউনিয়নের ফকিরাবন এলাকার ভোলা মিয়ার বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই মাসুমের সঙ্গে বাকবিতণ্ডা হয় ইয়াছিনের। এক পর্যায়ে মাসুমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন তার বড় ভাই ইয়াছিন। ঝগড়া থামাতে গেলে ইয়াছিন তার মাকেও কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক সারাবাংলাকে বলেন, ‘মৃত্যুর খবর আমরা শুনেছি। পুলিশের একটি টিম হাসপাতালে যাচ্ছে। ইয়াছিনকে ধরতে আমরা চেষ্টা করছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।’

সারাবাংলা/আইসি/এসআর

চট্টগ্রাম দায়ের কোপে নিহত ফটিকছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর