চিরচেনা রূপে ফিরেছে ঢাকা, পথে-ঘাটে কর্মব্যস্ততা
৬ এপ্রিল ২০২৫ ১৬:১০ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৮:০৮
ঢাকা: শনিবার (৫ এপ্রিল) শেষ হয়েছে ঈদের ছুটি। টানা নয়দিন রাজধানী ঢাকার পথঘাট ফাঁকা থাকলেও অফিস-আদালত খুলে যাওয়ায় সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যাত্রী সংখ্যাও। এখনো চারিদিকে ঈদের আমেজ থাকলেও নগরীতে একটা কর্মচঞ্চল আবহ এসেছে।
রোববার (৬ এপ্রিল) রাজধানীর বানিজ্যিক এলাকা মতিঝিল, গুলিস্তান-যাত্রাবাড়ি সড়ক, কাঁকরাইল, মালিবাগ-মৌচাক, রামপুরা বাড্ডা হয়ে বিশ্বরোড। এদিকে শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, মিরপুর, শেওড়াপাড়া, বনানী, গুলশান-উত্তরা সড়কে গাড়ির চাপ গত কয়েক দিনের চেয়ে বেড়েছে।
জানা গেছে, সকাল থেকেই সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত উভয় পর্যায়ের গাড়ির চাপ দেখা গেছে সড়কে। সকাল নয়টা থেকে গাড়ির চাপ শুরু হয়ে তা কিছুটা কমলেও দুপুরের পর আবার শুরু হয়।
মতিঝিলে বিকল্প বাসের চালক ওয়াসিম সারাবাংলাকে বলেন, অফিস খুলে গেছে তাই রাস্তায় যাত্রী বেড়েছে গাড়িও বেড়েছে। তবে এখনো অনেক সড়ক ফাঁকা। এই শান্তি হয়তো আরও এক সপ্তাহ থাকবে। গাবতলী লিংক বাসের চালক মেহেদি বলেন, যানজট নেই বললেই চলে তবে যাত্রীও অতটা নেই। সকালে অফিস টাইমে ভিড় ছিলো এই দুপুরে একদম নেই বললেই চলে।
মিরপুর ১১ তে ডিউটিরত ট্রাফিক কর্মকর্তা আসগর সারাবাংলাকে বলেন, চাকরিজীবিরা ঢাকা ফিরেছেন বাধ্য হয়ে। কারণ অফিস খুলে গেছে। এখনো অনেক শ্রেণি-পেশার মানুষ ফেরেননি। যে কারনে ওভাবে সড়ক যান ও জনের চাপ বাড়েনি।
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরু হলে সড়কে জ্যাম বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ আগামী দুইদিন অন্তত ফাঁকা সড়কে যাতায়াতের সুযোগ পাচ্ছেন ঢাকাবাসী।
সারাবাংলা/জেআর/এনজে