Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল, দাবি তাজুল ইসলামের

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৬:১৪ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৮:০৭

রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম – ছবি : সারাবাংলা

ঢাকা: গুমের মামলার তদন্ত করতে যাওয়ায় পুরো দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার (৬ এপ্রিল) দুপুরে চার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তাজুল ইসলাম বলেন, ‘ওই তদন্ত দলে আমিও ছিলাম। তবে কোনো ষড়যন্ত্রই বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচার নিয়ে দুর্নীতির প্রমাণও দিতে পারবেন না কেউ।’

তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে ট্রাইব্যুনালের বিচার। প্রাথমিক প্রতিবেদন দিতে আগের ট্রাইব্যুনালের ১৬ মাস সময় লেগেছিল। কিন্তু এরই মধ্যে জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এগুলো যাচাই-বাছাই চলছে। দুটি মামলার ফরমাল চার্জ চলতি মাসেই দাখিল করতে পারবো বলে আমরা আশাবাদী।’

তাজুল ইসলাম বলেন, ‘অবশ্যই একটা ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এখানে আরও হওয়া উচিত। তবে এ ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করছে সরকার। শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলেও ব্যক্ত করেন এই প্রধান প্রসিকিউটর।’

সারাবাংলা/আরএম/আরএস

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম